চট্টগ্রামে কম টাকায় ভালো হোটেল কোথায় ঠিকানা নাম্বার
চট্টগ্রামে কম টাকায় ভালো হোটেল কোথায় ঠিকানা নাম্বার
কেমন আছেন সবাই। জানি ভালোই আছেন। আজকে আপনাদের সামনে নতুন আরেক টিপস নিয়ে চলে আসলাম। যা আপনাদের সব সময় কাজে লাগবে।
আমরা কম বেশি সবাই ঘুরা ফেরা পছন্দ করি। বিভিন্ন সময় কোন না কোন কারোনে বা কাজে আমাদের চট্রগ্রাম যাইতে হবে বা যাওয়া লাগতে পারে। সেই জন্য চট্রগ্রামের কিছু হোটেল নাম্বার ও ঠিকানা হাতের কাছে মোবাইলে বুকমার্ক বা সেভ করে রাখতে পারেন। আমরা আপনাদের সুবিধারতে আপনাদের হাতের নাগালে কিছু হোটেল নাম্বার বা ঠিকানা নিয়ে আসছি যা হয়তো কাজে লাগবে।
চট্টগ্রামে নানান মানের হোটেল আছে। আমি শুধু কয়েকটি বাজেট হোটেলে নাম ঠিকানা দিচ্ছি। এগুলোই সবই মান সম্পন্ন কিন্তু কম বাজেটের হোটেল।
বিস্তারিত নীচে :
১. হোটেল প্যারামাউন্ট
স্টেশন রোড, চট্টগ্রাম : নুতন ট্রেন স্টেশনের ঠিক বিপরীতে । আমাদের মতে বাজেটে সেরা হোটেল এটি। সুন্দর লোকেশন, প্রশস্ত করিডোর (এত বড় কড়িডোর ফাইভ স্টার হোটেলেও থাকেনা)। রুমগুলোও ভালো। ভাড়া নান এসি সিঙ্গেল ৮০০ টাকা, ডাবল ১৩০০ টাকা, এসি ১৪০০ টাকা ও ১৮০০ টাকা।
বিস্তারিত জানা এবং বুকিং এর জন্য : ০৩১-২৮৫৬৭৭১, ০১৭১-৩২৪৮৭৫৪
২. হোটেল এশিয়ান এসআর
স্টেশন রোড, চট্টগ্রাম : এটাও অনেক সুন্দর হোটেল। ছিমছাম, পরিছন্ন্ হোটেল। ভাড়া : নন এসি : ১০০০ টাকা, নন এসি সিঙ্গেল। এসি : ১৭২৫ টাকা।
বিস্তারিত জানা এবং বুকিং এর জন্য – ০১৭১১-৮৮৯৫৫৫
৩. হোটেল সাফিনা
এনায়েত বাজার, চট্টড়্রাম : একটি পারিবারিক পরিবেশের মাঝারি মানের হোটেল। ছাদের ওপর একটি সুন্দর রেস্টুরেন্ট আছে। রাতের বেলা সেখানে বসলে আসতে ইচ্ছে করবেনা। ভাড়া : ৭০০ টাকা থেকে শুরু। এসি ১৩০০ টাকা।
বিস্তারিত জানা এবং বুকিং এর জন্য -০৩১-০৬১৪০০৪
৪. হোটেল নাবা ইন
রোড ৫, প্লট-৬০, ও,আর নিজাম রোড, চট্টগ্রাম। একটু বেশী ভাড়ার হোটেল। তবে যারা নাসিরাবাদ/ও আর নিজাম রোড এলাকায় থাকতে চান তাদের জন্য আদর্শ। ভাড়া : ২৫০০/৩০০০ টাকা।
বিস্তারিত জানা এবং বুকিং এর জন্য -০১৭৫৫ ৫৬৪৩৮২
৫. হোটেল ল্যান্ডমার্ক
৩০৭২ শেখ মুজিব রোড, আগ্রাবাদ, চট্টগ্রাম : আগ্রাবাদে থাকার জন্য ভালো হোটেল। ভাড়া-২৩০০/৩৪০০ টাকা।
বিস্তারিত জানা এবং বুকিং এর জন্য : ০১৮২-০১৪১৯৯৫, ০১৭৩১-৮৮৬৯৯৭
চট্রগ্রামের কিছু বাস সার্ভিস ও নাম্বারঃ-
উপরের সমস্থ বিষয় আমরা কালেকশন করছি ইন্টারনেট থেকে তাই কোন কারোনে কোন তথ্য ভুল হলে ক্ষমার চোখে দেখবেন সবাই দোয়া করে।
আরো নতুন কিছু পোস্ট দেওয়া হলঃ
সেন্টমার্টিনে কম টাকায় হোটেল কটেজ রিসোর্ট থাকতে পারবেন
যশোর পর্যটন স্থান ও ভুমন জায়গা গুলা
আরো নতুন নতুন এই রকম ইনফরমেশন পেতে সাথেই থাকুন। ভালো লাগলে শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। ভ্রমণ এর জন্য সব সময় আপনার পাশে আমাদের সাইট গাইড ভাই।