খান জাহান আলী দিঘি বাঘেরহাট সুন্দর কিছু ছবি

মূল পাতা / ভ্রমণ ব্লগ / খান জাহান আলী দিঘি বাঘেরহাট সুন্দর কিছু ছবি

খান জাহান আলী দিঘি বাঘেরহাট সুন্দর কিছু ছবি

প্রকাশকালঃ June 7, 2022 বিভাগঃ অন্যান্য

খান জাহান আলী দিঘি বাঘেরহাট সুন্দর কিছু ছবি

 

বাঘেরহাটের সুন্দর একটি জায়গা সেটা হল খান জাহান আলী দিঘি । অপরূপ একটা বিশাল নদী, সেই নদিতে আছে সুন্দর লাল রঙের শাপলা ফুল যা দেখে খুব ভালো লাগে।

খান জাহান আলি মাজার শরিফ সংলগ্ন দিঘি । খান জাহানের সমাধিটি একটি জলাশয়ের উত্তর তীরে অবস্থিত যাতে কুমির রয়েছে এবং জলাশয়টি ঠাকুর দিঘি নামে পরিচিত। এটি বর্গাকৃতি এবং খননের সময় উত্তলিত পদার্থ দিয়ে পাড় তৈরি করে তার উপর সমাধি তৈরি করা হয়েছে। পাড় থেকে প্রশস্ত ও উলম্ব ধাপ তৈরি করা হয়েছে যা দিয়ে জলাশয়ে যাওয়া যায়।

সমাধিটি ৪৫ বর্গফুট জায়গার উপর স্থাপিত একটি একক গম্বুজ বিশিষ্ট কাঠামো।নির্দিষ্ট আকৃতির পাথরের পাঁচটি স্তর দ্বারা ভিত্তি (বেজমেন্ট) তৈরির পর ইটের দেয়াল দ্বারা মাজারের গঠন সম্পূর্ণ করা হয়। ১৮৮৬ সালে নথিভুক্ত সূত্র থেকে জানা যায় যে মেঝে বিভিন্ন রং এর ষড়ভুজাকৃতি টাইলস দ্বারা আচ্ছাদিত ছিল যাদের অধিকাংশের রং ছিল নীল,সাদা এবং হলুদ।

 

খান জাহান আলীর মাজার এর পাশে দিঘীর কিছু ছবিঃ-

 

 

 

আরো নতুন নতুন কিছু তথ্য পেতে সাথেই থাকুন।

Language