জিন্দা পার্ক নারায়ণগঞ্জ

মূল পাতা / দর্শনীয় স্থান / ঢাকা / নারায়নগঞ্জ / জিন্দা পার্ক নারায়ণগঞ্জ

জিন্দা পার্ক নারায়ণগঞ্জ

প্রকাশকালঃ May 3, 2020

কৃতজ্ঞতায়ঃ মোঃ তানভির হোসেন তুফান

জিন্দা পার্ক এর অবস্থান নারায়ণগঞ্জের রূপগঞ্জে। প্রায় ১০০ বিঘা জায়গা জুড়ে গড়ে ওঠা জিন্দা পার্কে রয়েছে একটি কমিউনিটি স্কুল, কমিউনিটি ক্লিনিক, নান্দনিক স্থাপত্যশৈলী বিশিষ্ট একটি লাইব্রেরি, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, রয়েছে একটি রেস্তোরা।

কাঠের ব্রিজ পার হয়ে দিঘির মাঝামাঝি তৈরি করা বাঁশের টি রুমে বসে প্রিয়জনের সঙ্গে এক কাপ চা কিংবা জলে পা ডুবিয়ে বসে থাকার সময়গুলো দারুণ উপভোগ করবেন।

২৫০ প্রজাতির ১০ হাজারের বেশী গাছ-গাছালী আছে পার্কটিতে। গাছের এই সমারোহ এর পরিবেশকে করেছে শান্তিময় সবুজ, কলকাকলীতে মুখর করেছে অসংখ্য পাখীরা। শীতল আবেশ এনেছে ৫ টি সুবিশাল লেক। তাই গরম যতই হোক পার্কের পরিবেশ আপনাকে দেবে শান্তির ছোঁয়া।

ঢাকা থেকে দূরত্ব

১৭ কিলোমিটার

যাতায়াত

ঢাকার যেখানেই থাকুন না কেন প্রথমেই চলে যান কুড়িল বিশ্বরোড।

তারপর কুড়িলের বিআরটিসি বাস কাউন্টার থেকে কাঞ্চন ব্রিজের টিকিট কেটে নামতে হবে কাঞ্চন ব্রিজ, এ পর্যন্ত ভাড়া পড়বে ২৫ টাকা। কাঞ্চন ব্রিজ থেকে জিন্দা পার্ক বাইপাসে যেতে লেগুনা বা অটোতে যাইতে হবে,ভাড়া হবে ২০-৩০ টাকা।

 

ফেরার সময় একইভাবে অটো বা রিক্সায় কাঞ্চন ব্রীজ চলে আস্তে হবে। সেখান থেকে বিআরটিসি বাসে কুড়িল বিশ্বরোড। কাঞ্চন ব্রিজ থেকে ১৫ মিনিট পর পর বাস পাবেন।

যানবাহনের সময়সূচি

সব সময় গাড়ি পাওয়া যায়।
বি আর টি সি গাড়ী পাওয়া যায়।
আটো রিক্সা, টেম্পো গাড়ি পাওয়া যায় সব সময়।

বিশেষ খাবার

সকল ধরনের খাবার পাওয়া যায় যেমনঃ

  • বিরিয়ানী
  • মরগ পোলাও
  • খিচুড়ি
  • সবজি ভাত

এছাড়াও রয়েছে অনেক ধরনের মান সম্মত খাবারের ব্যবস্থা।

ছবি

ভিডিও

খরচ পর্যালোচনা

প্রায় ৫০০ থেকে ৮০০ টাকা

উপরের তথ্য সম্পর্কে মতামত দিন, কোন তথ্য ভুল থাকলে ধরিয়ে দেওয়ার জন্য অগ্রিম ধন্যবাদ।
Language