হার্ডিঞ্জ ব্রিজ পাবনা পাকশী

মূল পাতা / দর্শনীয় স্থান / রাজশাহী / পাবনা / হার্ডিঞ্জ ব্রিজ পাবনা পাকশী

হার্ডিঞ্জ ব্রিজ পাবনা পাকশী

প্রকাশকালঃ May 2, 2020

কৃতজ্ঞতায়ঃ মোঃ তানভির হোসেন তুফান

হার্ডিঞ্জ ব্রিজ ইংরেজি: Hardinge Bridge

বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি রেলসেতু। এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেলসেতু হিসেবে পরিচিত।

এটির নামকরন করা হয় লর্ড হার্ডিঞ্জের নামে।

এই সেতুর নির্মাণকাল ১৯০৯-১৯১৫। তৎকালীন ভাইস রয়লর্ড হার্ডিঞ্জের নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয়।

১৯১৫ সালের ৪ঠা মার্চ এই ব্রিজ উদ্বোধনের পর সর্ব প্রথম রেলগাড়ি পার হয়েছিল ।

হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য ১,৭৯৮.৩২ মিটার বা ৫৮৯৪ফুট বা ১.৮ কিমি।এর উপর দুটি ব্রড-গেজ রেললাইন রয়েছে।

ঢাকা থেকে দূরত্ব

১৮৫ কিলোমিটার

যাতায়াত

  1. আপনি বাসে করে যাইতে পারবেন।

বাসে → কল্যাণপুর ও গাবতলী বাস টার্মিনাল থেকে শ্যামলী,এস বি,জে আর,হানিফ। ভারা ৪৫০ টাকা।তবে বাসের টিকিট ক্রয় করবারর আগে অবশ্যই কাউন্টারে প্রশ্ন করবেন বাসটা যমুনা সেতু হয়ে যাবে নাকি ঘাট হয়ে যাবে। আপনি অবম্যই যমুনা সেতু দিয়ে যেইটা আসবে ওই বাসের টিকিট ক্রয় করবেন।তাহলে আসার পথে যমুনা সেতু,যমুনা নদী,নাটরের চলন বিল সব দেখতে পারবেন।

আপনাকে কুষ্টিয়ার মজমপুরে নামিয়ে দেবে।

মজমপুর বাসস্ট্যান্ড এর টাওয়ার এর বিপরীতে রাস্তার পাশ থেকে বা বাস টার্মিনাল থেকে পাবনার বাসে পাকশী , ভাড়া ৫০ টাকা , সময় লাগে ৪০ মিনিট । তারপর পাকশী বাস স্ট্যান্ড থেকে অটোতে ব্রিজের নিচে , অথবা ব্রিজ পার হওয়ার পর বাস থেকে নেমে হেঁটে ব্রিজের নিচে যাওয়া যায় । অথবা বাস ব্রিজে উঠার আগে ব্রিজের টোল কাউন্টারে নেমে বাম পাশের রাস্তা ধরে হেঁটে ব্রিজের পাশে যাওয়া যায়।

 

ট্রেনেও যেতে পারেন আপনি। ঢাকা থেকে ট্রেনে যেতে হলে কমলাপুর বা বিমানবন্দর রেলস্টেশন থেকে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের যে কোনো ট্রেনে উঠে ঈশ্বরদী বাইপাস বা জংশনে নেমে পাকশী যেতে পারেন। সেখানে রিকশা বা গাড়ি নিয়ে যেতে পারেন। মাত্র ১০ মিনিটের পথ।

যানবাহনের সময়সূচি

সব সময় আপনি বাস পাবেন।

কয়েকটি বেসরকারী বাস পরিষেবা যেমনঃ

পাবনা এক্সপ্রেস, শ্যামলী, সরকার ট্র্যাভেলস, রাজা বাদশা, বাদল, মোহনগর, শোরকর ট্র্যাভেলস, ঈশ্বরদী এক্সপ্রেস, নাইট স্টার, কিংস, এশা, মূলধন পরিষেবা ইত্যাদি।

 

1. পাবনা এক্সপ্রেস:
কলিয়ানপুর কাউন্টার: বিআরটিসি মার্কেট,
মোবাইল: 01750-143095, 01193-086077

2. শ্যামলী পরিবহন:
12, দক্ষিণ কোলিয়ানপুর, মিরপুর রোড, .াকা।
টেলিফোন: 02-900331, 02-8034275



বিশেষ খাবার

সকল ধরনের খাবার পাওয়া যায়। এছাড়াও রয়েছে এখানকার রিসোর্ট এর অনেক সুন্দর সুন্দর খাবার।

 

হোটেল

  • Hotel and Chinese restaurants
    0731-640299,0731-65861

  • Midnight Moon Chinese restaurant
    0731-65787

  • Hotel Probashi International
    +88 01749148685

  • পাকশে রিসোর্ট
    ০১৭৩০৭০৬২৫১

ছবি

ভিডিও

খরচ পর্যালোচনা

ভাড়া প্রায় ২০০০ টাকায় হয়ে যাবে।

আর রিসোর্ট থাকলে ৫০০০ থেকে ৮০০০ টাকা লাগবে খাবার ফ্রি।

 

উপরের তথ্য সম্পর্কে মতামত দিন, কোন তথ্য ভুল থাকলে ধরিয়ে দেওয়ার জন্য অগ্রিম ধন্যবাদ।
Language