২০১ গম্বুজ মসজিদ, টাঙ্গাইল, ঢাকা

মূল পাতা / দর্শনীয় স্থান / ঢাকা / টাঙ্গাইল / ২০১ গম্বুজ মসজিদ, টাঙ্গাইল, ঢাকা

২০১ গম্বুজ মসজিদ, টাঙ্গাইল, ঢাকা

প্রকাশকালঃ May 4, 2020

কৃতজ্ঞতায়ঃ মোঃ তানভির হোসেন তুফান

বিশ্বরেকর্ড সৃষ্টি করা বাংলাদেশের ২০১ গম্বুজ মসজিদ নিয়ে বিশেষ প্রতিবেদন।
১৪৪ ফুট দৈর্ঘ্য ও ১৪৪ ফুট প্রস্থের দ্বিতল এই মসজিদে একসঙ্গে প্রায় ২০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এই মসজিদের ছাদের মাঝখানে তৈরি করা হয়েছে।

৮১ ফুট উচ্চতার একটি বড় গম্বুজ। চারদিকে আছে ১৭ ফুট উচ্চতার ২০০টি গম্বুজ, যেগুলো এরই মধ্যে বিভিন্ন দামি পাথরে অলংকৃত করা হয়েছে। মূল মসজিদের চার কোনায় আছে ১০১ ফুট উচ্চতার চারটি মিনার। পাশাপাশি ৮১ ফুট উচ্চতার আরো চারটি মিনার তৈরি করা হয়েছে।

বিশ্বের সর্বোচ্চ মিনারটি মরক্কোর কাসাব্লাংকায় দ্বিতীয় হাসান মসজিদে অবস্থিত। সেটির উচ্চতা ২১০ মিটার (৬৮৯ ফুট)। তবে তা ইটের তৈরি নয়। ইটের তৈরি সবচেয়ে উঁচু মিনারটি হলো ভারতের দিল্লির কুতুব মিনার, যার উচ্চতা ৭৩ মিটার বা ২৪০ ফুট এবং এর সিঁড়ি রয়েছে ৩৭৯টি।

এছাড়াও আরেকটি বিশেষ ব্যাপার মসজিদের দেয়ালের টাইলসে অঙ্কিত করা হচ্ছে পূর্ণ কোরআন এবং আল্লাহর ৯৯টি নাম, যা অনেকখানি সম্পন্ন হয়ে গেছে।

মসজিদটির নির্মাণকাজ শুরু হয়েছিলো ২০১৩ সালের ১৩ জানুয়ারি। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রফিকুল ইসলামের মা রিজিয়া খাতুন।

ঢাকা থেকে দূরত্ব

১৩২ কিলোমিটার

যাতায়াত

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন কিংবা বিমান বন্দর রেলওয়ে স্টেশন থেকে টাঙ্গাইলগামী ট্রেনে করে প্রথমেই যেতে হবে টাঙ্গাইল।

টাঙ্গাইল সদর থেকে মসজিদটি ৫০ কিলোমিটার এবং গোপালপুর উপজেলা সদর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে অবস্থিত।

টাঙ্গাইল থেকে গোপালপুর উপজেলায় এসে অটোরিকশা ভাড়া নিয়ে সহজেই ২০১ গম্বুজ মসজিদে যেতে পারবেন। ভাড়া পড়বে ২০-৩০ টাকা।

যানবাহনের সময়সূচি

ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়ার ট্রেনের সময়সূচীঃ

এছাড়া গাবতলী, মিরপুর, মহাখালি এবং সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে বাসে করে গোপালপুর পর্যন্ত যাওয়া যায়। গোপালপুর থেকে ২০১ গম্বুজ মসজিদে যাওয়ার অটোরিকশা রয়েছে। ঢাকার মহাখালি বাসস্ট্যান্ড থেকে দ্রুতগামী বাস ছাড়ে। গোপালপুর পর্যন্ত যার ভাড়া ১৫০-২০০ টাকা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে কোন স্থান থেকে দ্রুতগামী বাসে উঠতে পারবেন।

এসি বাসে যেভাবে যাবেনঃ

কল্যানপুর থেকে ধনবাড়ি গামি এসি বাসে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ঘাটাইল ক্যান্টোনম্যান্ট নেমে পড়তে হবে। এরপর সিএনজি করে গোপালপুর কিংবা সরাসরি ২০১ গম্বুজ মসজিদ যেতে পারেন।

বিশেষ খাবার

সকল ধরনের খাবার পাওয়া যায় ২০১ গুম্বুস মসজিদের আসে পাশের দোকান ও হোটেল গুলাতে।

হোটেল

  • Jamuna Resort
    01715-852997

ছবি

ভিডিও

খরচ পর্যালোচনা

যাওয়া আসা ৫০০ থেকে ৮০০ টাকা ।

রিসোর্ট এ থাকলে আরো খরচ হবে ৫০০০ থেকে ৮০০০ টাকা।

উপরের তথ্য সম্পর্কে মতামত দিন, কোন তথ্য ভুল থাকলে ধরিয়ে দেওয়ার জন্য অগ্রিম ধন্যবাদ।
Language