বাংলাদেশের সেন্টমার্টিনের মত আর এক দ্বীপ তা হলো বঙ্গবন্ধু আইল্যান্ড।
খুলনা বিভাগের মংলা উপজেলার দুবলার চর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে হিরণ পয়েন্ট ও দুবলার চরের মাঝখানে বঙ্গোপসাগরে বঙ্গবন্ধু আইল্যান্ড বা বঙ্গবন্ধু দ্বীপ অবস্থিত।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই মিটার উচ্চতায় অবস্থিত চরটির আয়তন প্রায় ১০ বর্গ কিলোমিটার। আশেপাশের স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে বঙ্গবন্ধু আইল্যান্ড খুঁজে পেলেও চর আবিষ্কারের সুনিদৃষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে ১৯৯২ সালে মালেক ফরাজী নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক ভক্ত দুজন সাথী নিয়ে এই দ্বীপে নামেন এবং পরবর্তীতে তিনি সেখানে বঙ্গবন্ধু আইল্যান্ড নামের একটি সাইন বোর্ড লাগিয়ে আসেন।
ঢাকা থেকে দূরত্ব
২৭১ কিলোমিটার
যাতায়াত
ঢাকার গাবতলী কিংবা সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে মেঘনা পরিবহন (01717-388583), পর্যটক পরিবহন (01711-131078) সাকুরা পরিবহন (01711-010450), সোহাগ পরিবহন (01718-679302) ইত্যাদি বাসে সহজেই বাগেরহাট আসতে পারবেন।
এরপর বাগেরহাটের মংলা বন্দর থেকে বঙ্গবন্ধু চরে যাবার নৌযান ভাড়া করতে পারবেন। তবে সবচেয়ে ভাল হয় সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে সরাসরি মংলা যাওয়ার বাসে চড়া।
এক্ষেত্রে সুন্দরবন ও পর্যটক সার্ভিসের বাসে জনপ্রতি ৫০০ থেকে ৬০০ টাকা ভাড়ায় যেতে পারবেন।
যানবাহনের সময়সূচি
- মেঘনা পরিবহন (01717-388583),
- পর্যটক পরিবহন (01711-131078)
- সাকুরা পরিবহন (01711-010450),
- সোহাগ পরিবহন (01718-679302)
ইত্যাদি বাসে সহজেই বাগেরহাট আসতে পারবেন।
হোটেল
-
বাংলাদেশ পর্যটন করপোরেশনের মোটেল পশুর
04662-75100
খরচ পর্যালোচনা
৩০০০ থেকে ৪০০০ টাকা
উপরের তথ্য সম্পর্কে মতামত দিন, কোন তথ্য ভুল থাকলে ধরিয়ে দেওয়ার জন্য অগ্রিম ধন্যবাদ।