চলনবিল জাদুঘর পাবনা

মূল পাতা / দর্শনীয় স্থান / রাজশাহী / নাটোর / চলনবিল জাদুঘর পাবনা

চলনবিল জাদুঘর পাবনা

প্রকাশকালঃ October 26, 2020

কৃতজ্ঞতায়ঃ Shantosd

চলনবিল জাদুঘর 1978 সালের পহেলা সেপ্টেম্বর অস্থায়ীভাবে এটি প্রতিষ্ঠা করা হয়। জাদুঘরটি প্রতিষ্ঠা করে চলনবিল অঞ্চলের সচেতন সমাজকর্মীরা। তাদের রয়েছে অক্লান্ত পরিশ্রম। এটি পাবনা জেলার গুরুদাসপুর থানার খুবজি যে গ্রামে অবস্থিত।

জাদুঘরটি পরবর্তীতে 1989 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর আওতাভুক্ত হয়ে যায়। এতে রয়েছে বিভিন্ন ধরনের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন। উল্লেখযোগ্য নিদর্শন গুলো হচ্ছে- মাতৃকা মূর্তিসহ নানা গবেষণা গ্রন্থ, বিষ্ণু, কষ্টি পাথরের সূর্যদেব, 90 টি দেশের মুদ্রা, শিলা, ঘট, ডাকটিকেট ও বিভিন্ন শাসনামল আমের টেরাকোটা।

তাছাড়া রয়েছে সম্রাট নাসিরুদ্দিন ও বাদশা আলমগীরের নিজের হাতের লেখা কোরআন শরীফ। তুলট কাগজে উপরে 400 বছর পুরনো 8 টি সম্পূর্ণ ও 15 টি কোরআন শরীফ হাতে লেখা হয়েছে। আরো আছে 15 টি হাদিস শরীফ ও 257 টি বিভিন্ন ধর্মগ্রন্থ।

চলনবিল জাদুঘর এর সময়সূচী

গৃষ্ম কালে সাধারণত সকাল 10 টা থেকে সন্ধ্যা 6 টা পর্যন্ত খোলা থাকে। কিন্তু শীতকালে সকাল 9 টা থেকে বিকাল 5 টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থেকে। সাপ্তাহিক ছুটি হচ্ছে রবিবার। তাই রবিবার বন্ধ থাকে। সোমবার বেলা দুইটা থেকে খোলা রাখা হয়। তাছাড়া প্রতিদিন দুপুর 1 টা থেকে দুপুর 1:30 পর্যন্ত জাদুঘরের সাময়িক বিরতি দেওয়া হয়।

ঢাকা থেকে দূরত্ব

ঢাকা থেকে চলনবিল জাদুঘর এর মোট দূরত্ব ১৭৫ কিলোমিটার।

যাতায়াত

বাসে করে ঢাকা থেকে সরাসরি নাটোর চলে যাওয়া যায়। বাস গুলো হচ্ছে গ্রীনলাইন, হানিফ, দেশ, ন্যাশনাল পরিবহন ইত্যাদি। এ সকাল বাসগুলো ঢাকার গাবতলী ও কল্যাণপুর বাস টার্মিনাল থেকে নিয়মিত বিরতিতে নাটোরের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসের প্রকারভেদ এর জনপ্রতি টিকেটের মূল্য হয় ননএসি 380 টাকা এবং 600 টাকা।

ট্রেনে করেও ঢাকা থেকে নাটোর যাওয়া যায়। ট্রেন গুলোর নাম হচ্ছে রংপুর , দিনাজপুর, লালমনিরহাটগামী, রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস ইত্যাদি। এ রেল গুলো যাত্রাপথে নাটোর রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি নেয়। তখন নাটোর রেলওয়ে স্টেশন এ নেমে যেতে হবে। জনপ্রতি ট্রেনের টিকিটের মূল্য 265 টাকা থেকে 600 টাকা পর্যন্ত হয়ে থাকে।

ঢাকা থেকে চলনবিল জাদুঘর এর মোট দূরত্ব ১৭৫ কিলোমিটার

যানবাহনের সময়সূচি

বাস গুলোর নাম হচ্ছে-

1. শ্যামলী

2. গ্রীন লাইন

3. দেশ

4. ন্যাশনাল পরিবহন ইত্যাদি

ট্রেনগুলো নাম হচ্ছে-

1. একতা এক্সপ্রেস

2. নীলসাগর

3. দ্রুতযান

4. লালমনি এক্সপ্রেস

5. দিনাজপুর ইত্যাদি।

বিশেষ খাবার

নাটোরে বিভিন্ন ধরনের খাবার হোটেল রেস্টুরেন্ট রয়েছে। সেখানে নিজের পছন্দমত যেকোন খাবার খাওয়া যাবে সকাল-বিকাল রাতে স্বাভাবিক খাবার ও পাওয়া যায়। রেস্টুরেন্ট গুলোতে চলন বিলের বিখ্যাত সুস্বাদু মাছগুলো পাওয়া যায়। সেগুলো ফ্রাই খুব মজার হয়ে থাকে। তাছাড়া বিখ্যাত নাটোরের কাঁচাগোল্লা তো আছেই। সেটা অবশ্যই খেয়ে নিবেন।

হোটেল

  • হোটেল ভিআইপি

  • হোটেল রুকসানা

সাবধানতা

1. জাদুঘরের কোন জিনিস হাত দিয়ে স্পর্শ করা যাবে না।

2. ছুটির দিনগুলো বাদে ঘুরতে যেতে হবে।

3. দেশের সম্পদ যাতে নষ্ট না হয় এমন কাজ করা যাবে না।

ছবি

ভিডিও

খরচ পর্যালোচনা

চলনবিল জাদুঘর যাতায়াত বাবদ খরচ- 800 ঢাকা থেকে 1200 টাকা পর্যন্ত হয়ে থাকে।

হোটেল খরচ – 500 টাকা থেকে 100 টাকা পর্যন্ত।

প্রতিবেলা খাবার খরচ সাধারণত 100 টাকা থেকে 150 টাকা পর্যন্ত হয়।

তবে এর পরিমাণ কমবেশি হতে পারে সময় অনুযায়ী। আর কিছুটা নির্ভর করবে আপনার সুবিধা ভোগের উপর।

টিপস এন্ড ট্রিকস

1. নাটোরের জাদুঘর ঘুরতে গেলে অবশ্যই কাঁচা গোলা খেয়ে আসবেন।

2. চলন বিলের বিখ্যাত সুস্বাদু মাছ গুলো খেতে ভুলবেন না।

উপরের তথ্য সম্পর্কে মতামত দিন, কোন তথ্য ভুল থাকলে ধরিয়ে দেওয়ার জন্য অগ্রিম ধন্যবাদ।
Language