Top 5 Beautiful Travel Places in Bangladesh
ঢাকা থেকে দূরত্ব
৩৯৭.৬ কিলোমিটার
যাতায়াত
ঢাকা থেকে কক্সবাজার সড়ক, রেল এবং আকাশপথে যাওয়া যায়।
তবে এসি বাসে গেলে ভাড়া বেশি লাগবে ।
এছাড়া বিমান ভাড়া ৪৫০০ টাকা থেকে ১২০০০ টাকা পযর্ন্ত লাগবে। যেমন ইচ্ছে তেমনি বিমানে বা সীটে বসে যেতে পারেন।
ঢাকা থেকে ট্রেনে সরাসরি কক্সবাজার যাওয়ার উপায় নেই। তবে ঢাকা থেকে চট্টগ্রামে ট্রেনে গিয়ে সেখান থেকে বাসে করে কক্সবাজার যেতে পারবেন। ঢাকার কমলাপুর কিংবা বিমানবন্দর রেলস্টেশান হতে সোনার বাংলা, সুবর্ন এক্সপ্রেস, তূর্ণা-নিশীথা, মহানগর প্রভাতী/গোধূলী ও চট্টলা মেইল ট্রেইনে চট্টগ্রাম যাওয়া যায়। এরপর চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা অথবা দামপাড়া বাস স্ট্যান্ড থেকে এস আলম, হানিফ, ইউনিক ইত্যাদি বিভিন্ন ধরণ ও মানের বাস পাবেন। বাস ভেদে ভাড়া ৩৮০ থেকে ৫৫০ টাকা। চট্টগ্রাম থেকে চাইলে রিসার্ভ মাইক্রোবাসেও কক্সবাজার যাওয়ার সুযোগ রয়েছে।
যানবাহনের সময়সূচি
ঢাকা থেকে কক্সবাজারগামী বাসগুলোর মধ্যে সৌদিয়া, এস আলম মার্সিডিজ বেঞ্জ, গ্রিন লাইন, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, সোহাগ পরিবহন, এস.আলম পরিবহন, মডার্ন লাইন ইত্যাদি উল্লেখযোগ্য। শ্রেণী ভেদে বাসগুলোর প্রতি সীটের ভাড়া ৯০০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত।
বিশেষ খাবার
সকল ধরনের খাবার পাওয়া যায়। কক্সবাজারে সব ধরণ ও মানের রেস্টুরেন্ট আছে। মধ্যম মানের বাজেট রেস্টুরেন্টের মধ্যে রোদেলা, ঝাউবন, ধানসিঁড়ি, পৌষি, নিরিবিলি ইত্যাদি উল্লেখ করার মত। সিজন অনুসারে অন্য অনেক কিছুর মত এখানে খাবারের দামও কম/বেশী হতে পারে।
ভাত: ২০-৪০ টাকা,
মিক্সড ভর্তা: ৭৫/১৫০/৩০০টাকা (৮-১০ আইটেম),
লইট্যা ফ্রাই: ১০০-১২০টাকা (প্রতি প্লেট ৬-১০ টুকরা),
কোরাল/ভেটকি: ১৫০ টাকা (প্রতি পিচ),
গরু: ১৫০-২০০ টাকা (২ জন শেয়ার করতে পারবেন),
রপচাঁদা ফ্রাই/রান্না: ৩০০-৪০০ টাকা (বড়, ২জন খাওয়ার মত),
ডাল: ৩০-৬০ টাকা।
এছাড়াও লাবনী পয়েন্ট সংলগ্ন হান্ডি রেস্তারা থেকে ২০০-২৫০ টাকায় হায়দ্রাবাদী বিরাণী চেখে দেখতে পারেন। আর কেওএফসি তো আছেই।
সাবধানতা
কক্সবাজার-সমুদ্র-সৈকত সতর্কতা ও ভ্রমণ টিপস কিছুঃ-
- যেকোন সমস্যায় টুরিস্ট পুলিশের সহযোগিতা নিন। হটলাইন +০৮৮০১৭ ৬৯৬৯ ০৭৪০
- কম খরচে কক্সবাজার ভ্রমণের জন্যে অফসিজনে বেড়াতে যান
- যেকোন কিছু কেনা ও যাতায়াতের ভাড়ার ক্ষেত্রে ঠিকমত দরদাম করুন
- কোন রেস্টুরেন্টে কিছু খাবার আগে দাম জিজ্ঞেস করুন
- হোটেল ঠিক করার আগে হোটেল সম্পর্কে ভালো করে জেনে নিন
- জোয়ার-ভাটার সময় মেনে সাগরে নামুন
খরচ পর্যালোচনা
অনুমানিক ৮০০০ থেকে ২০০০০ টাকা লাগবে।
উপরের তথ্য সম্পর্কে মতামত দিন, কোন তথ্য ভুল থাকলে ধরিয়ে দেওয়ার জন্য অগ্রিম ধন্যবাদ।