পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নে কঁচা নদীর তীরে ২০১৪ সালে ৬ একর জায়গার উপর হরিণপালা রিভার ভিউ ইকোপার্ক গড়ে তোলা হয়েছে।
নদীর ঢেউ, কাশবন, পাখির কলকাকলীতে মুখর চমৎকার এই পার্কে রয়েছে নান্দ্যনিক ফোয়ারা, ওয়াচ টাওয়ার, পশুপাখির ভাস্কর্য, ঘোড়ার গাড়ি, টয় ট্রেন এবং বিভিন্ন আকর্ষণীয় রাইড। আরও আছে সুবিশাল পুকুরে নৌকায় চড়ে বেড়ানোর সুযোগ। হরিণপালা রিভার ভিউ ইকোপার্কের পাশে ৭৪ একর জায়গা জুড়ে হরিণ ও পাখির অভয়ারণ্য গড়ে তোলা হয়েছে, যা ইকোপার্কের সৌন্দর্য আরো বহুগুণ বাড়িয়ে তোলেছে।
ঢাকা থেকে দূরত্ব
২৯৯ কিলোমিটার
যাতায়াত
ঢাকা থেকে সড়ক ও নৌপথে পিরোজপুর জেলায় যাওয়া যায়। গাবতলী এবং সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে বিভিন্ন পরিবহনের বাস নিয়মিতভাবে পিরোজপুরের পথে যাত্রা করে।
ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে প্রতিদিন সন্ধ্যা ৭ টায় রাজদূত/পারাবত এবং রাত ৯ টায় স্টীমার অস্ট্রি্চ লঞ্চ পিরোজপুরের উদ্দেশ্যে যাত্রা করে।
পিরোজপুর অথবা বরিশাল জেলা হতে মঠবাড়িয়াগামী গাড়ি করে তুষখালী নামক স্থানে নেমে রিকশা, মোটরসাইকেল এবং অটো রিকশার মত স্থানীয় পরিবহণে চরে হরিণপালা রিভার ভিউ ইকোপার্ক যেতে পারবেন।
যানবাহনের সময়সূচি
- সাকুরা পরিবহন (02-8021184)
- ঈগল পরিবহনের (01712-543907)
- দোলা পরিবহন (01739-612299)
- হামিম পরিবহন ,
- বনফুল পরিবহনসহ,
এই সকল বাস পিরোজপুর উদ্দেশ্য চলাচল করে থাকে নিয়মিত।
খরচ পর্যালোচনা
২০০০ থেকে ৩০০০ টাকা
উপরের তথ্য সম্পর্কে মতামত দিন, কোন তথ্য ভুল থাকলে ধরিয়ে দেওয়ার জন্য অগ্রিম ধন্যবাদ।