নীলগিরি ভ্রমণ বান্দরবান

মূল পাতা / দর্শনীয় স্থান / চট্টগ্রাম / বান্দরবান / নীলগিরি ভ্রমণ বান্দরবান

নীলগিরি ভ্রমণ বান্দরবান

প্রকাশকালঃ October 20, 2020

কৃতজ্ঞতায়ঃ Shantosd

দার্জিলিংয়ের সৌন্দর্য উপভোগ বাংলাদেশ করতে চাইলে তাহলে নীলগিরি ভ্রমণ করাটাই সবচেয়ে ভালো। এখানে রয়েছে দীর্ঘ সবুজ পাহাড় এবং তার সাথে মেঘের লুকোচুরি। যা ভ্রমণ পিপাসু মানুষের মন কেড়ে নেয়।

কেননা নীলগিরি কে বাংলার দার্জিলিং বলা হয়।

পাহাড়টির সর্বোচ্চ চূড়াতেই হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত সবচেয়ে সুন্দর পর্যটক কেন্দ্র। যা নীলগিরি পর্যটন কেন্দ্র নামে পরিচিত। বান্দরবান সদর জেলা থেকে 50 কিলোমিটার দূরবর্তী স্থানে 2200 ফুট উঁচু নীলগিরি পাহাড়টি অবস্থিত।
পাহাড় টির উপরে উঠলে মনে হবে চারিদিকে মেঘের আপনাকে ঘিরে রেখেছে। মেঘ গুলো প্রকৃতির ওপর আছড়ে পড়ছে এমন দেখায়। যা মনকে একদম বিমোহিত করে তুলে। নীলগিরি পাহাড় এর আশেপাশে অনেক আদিবাসী বসবাস করে।

তাদের সংস্কৃতি ও কৃষ্টি সম্পর্কে জানতে চাইলে সেখান থেকে উপরে আসতে পারেন ।স্থানটিতে সেনাবাহিনীর ক্যাম্প থাকায় নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হয় না।পরিবার বা বন্ধুদের নিয়ে অনেক আনন্দময় ভাবে চলাফেরা করতে পারবেন ।

ঢাকা থেকে দূরত্ব

ঢাকা থেকে নীলগিরির দূরত্ব প্রায় 365 কিলোমিটার

যাতায়াত

যেখানেই থেকে নীলগিরি ভ্রমণ হোক না কেন প্রথমে বান্দরবানে পৌঁছাতে হবেই। তারপর সেখান থেকে যেতে হবে নীলগিরি। যদি ঢাকা থেকে যেতে হয় তাহলে এস আলম, সৌদিয়া ,সেন্টমার্টিন পরিবহন ,ইউনিক হানিফ শ্যামলী ইত্যাদি বাসে করে যাওয়া যাবে।

প্রতিটি বাসের জন্য জনপ্রতি ভাড়া হচ্ছে ননএসি 550 টাকা এবং এসি 950 থেকে 1500 টাকা পর্যন্ত। ভাষণ যাতায়াতে ঢাকা থেকে বান্দরবান পর্যন্ত যেতে 8 থেকে 10 ঘন্টা সময় লাগে।

ট্রেনে ভ্রমণ- ট্রেনে এ জায়গাতে যেতে চাইলে ঢাকা টু চট্টগ্রাম গামী ট্রেনে ভ্রমণ করতে হবে। যেমন সোনার বাংলা, সুবর্ণ এক্সপ্রেস, তৃণা নিশিতা ইত্যাদি।

বান্দরবান থেকে নীলগিরি- বান্দরবান থেকে নীলগিরি যাওয়ার জন্য মহেন্দ্র, সিএনজি অথবা লোকাল বাসে যেতে পারবেন। এ পথের যাত্রা দুই থেকে আড়াই ঘন্টার মত।

যানবাহনের সময়সূচি

  • বাসের নাম-এস আলম, সেন্টমার্টিন পরিবহন ,শ্যামলী হানিফ ,ডলফিন , ইউনিক ইত্যাদি।
  • ট্রেনের নাম- সুবর্ণ এক্সপ্রেস, মহানগর গোধুলী, সোনার বাংলা, তূর্ণা নিশিতা।

 

বিশেষ খাবার

স্থানটি দূরবর্তী হওয়ায় প্রচন্ড খিদে লেগে যায়। নীলগিরিতে একটি রেস্টুরেন্ট আছে সেখান থেকেও খেয়ে নিতে পারবেন। তবে সেখানে আগে থেকে অর্ডার করে রাখতে হবে। জানতে 300 থেকে 600 টাকা পর্যন্ত দিতে পারবেন।

অথবা বান্দরবান শহরে ফিরে এসে খেয়ে নিতে হবে।সময় কিছু শুকনো খাবার নিয়ে যাওয়াই ভালো। বান্দরবান শহরের কিছু রেস্তোরাঁ রয়েছে।যেমন তাজিংডং ক্যাফে, মেঘদুত ক্যাফে ,ফুট প্লেস ,রূপসী বাংলা রেস্টুরেন্ট ,কলাপাতা রেস্টুরেন্ট।

হোটেল

  • হোটেল হিল ভিউ

  • হোটেল নাইট হেভেন

  • হোটেল প্লাজা

  • পর্যটন মোটেল

সাবধানতা

 

ভিডিও

টিপস এন্ড ট্রিকস

*গাড়ির যখন ঠিক করবেন তখন সরাসরি জিপি স্ট্যান্ডের কথা বলবেন। দরদাম করে নেওয়াটাই ভালো।

*আদিবাসীদের জিনিসপত্র কিনতে পারবেন কম দামে।

*চান্দের গাড়িতে চড়বেন না।

*জাতীয় পরিচয় পত্রের কপি রাখা ভালো।

কম খরচে নীলগিরি ভ্রমণ করতে চাইলে দলগত বা বন্ধুবান্ধব নিয়ে ভ্রমণ করা ভালো।

উপরের তথ্য সম্পর্কে মতামত দিন, কোন তথ্য ভুল থাকলে ধরিয়ে দেওয়ার জন্য অগ্রিম ধন্যবাদ।
Language