প্রকৃতি কন্যা জাফলং, সিলেট

মূল পাতা / দর্শনীয় স্থান / সিলেট / সিলেট / প্রকৃতি কন্যা জাফলং, সিলেট

প্রকৃতি কন্যা জাফলং, সিলেট

প্রকাশকালঃ January 20, 2020

কৃতজ্ঞতায়ঃ মহিদুল ইসলাম মুক্ত

প্রকৃতি কন্যা হিসাবে পরিচিত সিলেটের জাফলং। প্রকৃতি কন্যা জাফলং ছাড়াও বিউটি স্পট, পিকনিকস্পট, সৌন্দর্যের রাণী- এসব নামেও পর্যটকদের কাছে ব্যাপক পরিচিত। বাংলাদেশের সিলেটের সীমান্তবর্তী এলাকায় জাফলং অবস্থিত। এর অপর পাশে ভারতের ডাওকি অঞ্চল। ডাওকি অঞ্চলের পাহাড় থেকে ডাওকি নদী এই জাফলং দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মূলত পিয়াইন নদীর অববাহিকায় জাফলং অবস্থিত। প্রতি বছর হাজার হাজার পর্যটক ভীর করে এই নদীর তীরে। মনরোম পাথবের উপরদিয়ে ভেসে যাওয়া পানির স্রোত ভ্রমন পিয়াসুদের মনে জাগায় অনাবিল আনন্দ।

বর্ষাকালে ভারতীয় সীমান্তবর্তী শিলং মালভূমির পাহাড়গুলোতে বড় বড় গণ্ডশিলাও বয়ে আনে। পাথর গুলা আসে প্রবল বৃষ্টিপাত কারনে ঐসব পাহাড় থেকে ডাওকি নদী স্রোতে। একারণে সিলেট এলাকার জাফলং-এর নদীতে প্রচুর পরিমাণে পাথর পাওয়া যায়। এলাকার মানুষের এক বৃহৎ অংশের জীবিকা এই পাথর উত্তোলন ও তা প্রক্রিয়াজাতকরণকে ঘিরে গড়ে উঠেছে।

ইতিহাসবিদের মতে বহু হাজার বছর ধরে জাফলং ছিল খাসিয়া জৈন্তা-রাজার অধীনে থাকা এক নির্জন বনভূমি। ১৯৫৪ খ্রিষ্টাব্দে জমিদারী প্রথার বিলুপ্তির পর অনেক দিন এই বিস্তির্ন এলাকা পতিতও পড়েছিলো।
জাফলং এ দাড়িয়ে বাংলাদেশ ও ভারতের বড় বড় পাহাড় গুলোর সন্দর্য উপভোগ করা যায় একসাথে। পাশেই রয়েছে উপজাতিদের বাসস্থান আর মনরোম ঝরনা। স্বচ্ছ পানির নিচে পাথরের আস্তরন আপনার ভালো লাগবেই। পানি ছোটাছুড়ির সাথে সাথে তুলে নিতে পারেন এই আনন্দঘন মুহুর্তের কিছু ছবি।

ঢাকা থেকে দূরত্ব

ঢাকা থেকে বিভিন্ন রোড দিয়ে ৬০০ থেকে ৬৭০ কিলোমিটার।

যাতায়াত

ঢাকা গাবতলী এবং সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সকাল থেকে রাত ১২ টা পর্যন্ত সিলেটের বাস পাওয়া যায়। ঢাকার ফকিরাপুল, সায়দাবাদ ও মহাখালী বাস স্টেশন থেকে সিলেটের বাসগুলো ছাড়ে। ট্রেনে বা প্লেনেও ঢাকা থেকে সিলেট যাওয়া যায়। ট্রেনে সময় লাগবে ৭-৮ ঘন্টা। কমলাপুর স্টেশান থেকে উঠতে পারবেন। প্লেনে সময় লাগে ৪০ মিনিট থেকে ৫০ মিনিট। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে  প্লেন গুলা যায়।

সিলেট থেকে আপনি বাস, মাইক্রোবাস, সিএনজি চালিত অটোরিক্স্রায় যেতে পারেন জাফলং এ। সময় লাগবে ১ ঘন্টা হতে ১.৩০ ঘন্টা।

যানবাহনের সময়সূচি

বাসের সময়সুচিঃ

ঢাকা থেকে সিলেট রুটে গ্রীন লাইন পরিবহন, সৌদিয়া এস আলম পরিবহন, শ্যামলি পরিবহন ও এনা পরিবহনের এসি ও নন এসি বাস চলাচল করে থাকে। সকাল থেকে রাত ১২ টা পর্যন্ত বাস পাওয়া যায়।

 

ট্রেনের সময়সুচিঃ

পারাবত এক্সপ্রেস
ঢাকা থেকে সিলেট ছাড়বে ভোর ৬:৪০ পৌছাবে দুপুর ১:৪০।
সিলেট থেকে ঢাকা ছাড়বে দুপুর ৩:০০ পৌছাবে রাত ৯:৫৫।
বন্ধের দিন – মঙ্গলবার

জয়ন্তিকা এক্সপ্রেস
ঢাকা থেকে সিলেট ছাড়বে দুপুর ১২:০০, পৌছাবে সন্ধ্যা ৮:০০।
সিলেট থেকে ঢাকা ছাড়বে সকাল ৮:২০, পৌছাবে দুপুর ৪:০০।
বন্ধের দিন – নেই

কালনী এক্সপ্রেস
ঢাকা থেকে সিলেট ছাড়বে দুপুর ৪:০০, পৌছাবে রাত ১০:৪৫।
সিলেট থেকে ঢাকা ছাড়বে ভোর ৭ :০০, পৌছাবে দুপুর ১:২৫।
বন্ধের দিন – শুক্রবার

উপবন এক্সপ্রেস
ঢাকা থেকে সিলেট ছাড়বে রাত ৯:৫০, পৌছাবে ভোর ৫:৩০।
বন্ধের দিন – বুধবার
সিলেট থেকে ঢাকা ছাড়বে রাত ১০:০০, পৌছাবে ভোর ৫:১৫।
বন্ধের দিন – নেই

বিমানঃ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সকাল ৮:০০, ৮:১৫, ১১:০০ এছাড়াও বিকেল ৩:০০, ৪:০০ ও সন্ধ্যা ৬:১৫ তে মোট ৬টি রুটে যায়। সময় লাগে ৪০ থেকে ৫০ মিনিট

নভো এয়ার সকাল ১১:৪৫ ও সন্ধ্যা ৬:১০ এ দুইটি রুটে যায়। সময় নেয় ৫০ মিনিট।

ইউএস বাংলা এয়ারলাইন্স দুপুর ১২:৪০ ও বিকেল ৪:৪০ এ ঢাকা থেকে রওনা দেয়। সময় নেয় ৪৫ মিনিট।

বিশেষ খাবার

খাবার জন্য কিছু রেস্টুরেন্ট আছে

  • পর্যটন রেস্তোরা,জাফলং, তামাবিল জিরো পয়েন্ট; যোগাযোগ: ম্যানেজার ০১৮১৯৯-০৪০৭৫
  • পিকনিক সেন্টার রেস্টুরেন্ট,জাফলং বল্লাঘাট। যোগাযোগ: ম্যানেজার- ০১৭১২ ৭৪৬৪২৫।
  • ক্ষুধা রেস্টুরেন্ট, জাফলং বল্লাঘাট। যোগাযোগ: ম্যানেজার; ০১৭২১-৯১২৫১৭।

জাফলং থেকে গোছল শেষে খাসিয়া পল্লীতে খেয়ে নিতে পারেন দুপুরের খাবার। সিলেট সদরে পাঁচ ভাই রেষ্টুরেন্ট এ কয়েল পাখির মাংস আর বিভিন্ন রকম ভর্তা ও খাবারের টেষ্ট না নিয়ে সিলেট থেকে ফিরবেন না। 😋

হোটেল

  • জেলা পরিষদের রেষ্ট হাউজ ,উপজেলা হেড কোয়ার্টার।
    ইউএনও ০১৭৩০ ৩৩১০৩৬। কেয়ারটেকার: ০১৭৩৭৬৯৬৭৮১।

  • নলজুরী রেষ্ট হাউজ- নলজুরী, জাফলং।
    প্রধান নির্বাহী কর্মকর্তা ০১৭১১-৯৬৬০১৯, কেয়ারটেকার: ০১৭৫২-২২৬৩৭৫

সাবধানতা

পাথরের উপর গোছল করার সময় সাবধান হবেন। স্রোতের সাথে পরে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা আছে। রাস্তা থেকে নিচে নামার সময় সাবধান হওয়া জরুরী।

সকল যাত্রার আগে পর্যপ্ত সময় হাতে রাখুন। গাইড ভাই এ দেওয়া সকাল যানবহনের সময় ও খরচ পরিবর্তশীল, আমরা চেষ্টা করি আপডেট রাখার, এরপরও বাস স্টেশান, বাংলাদেশ রেলওয়ের ওয়েব সাইট ও নিজে গিয়ে সকল যান বহনের সময় ও খরচ জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

ভিডিও

খরচ পর্যালোচনা

ঢাকা থেকে বাসে সিলেট যেতে ভাড়া নন এসি ৪০০ -৪৫০ ও এসি ৮০০ – ১১০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। ট্রেনে শো: চেয়ার ৩২০ টাকা , ১ম ক্লাস সিট ৪২৫ টাকা, কেবিন ৬৯০ টাকা । বিমানে বিভিন্ন এজেন্সি অনুয়ায়ী ভাড়া কম বেশী হয়। তবে ৫ – ১০ হাজার টাকার মধ্যে যাওয়া আসা হয়ে যাবে আশা করা যায়।

সিলেট থেকে জাফলং যেতে জনপ্রতি বাসভাড়া পড়বে ৮০ টাকা। যাওয়া-আসার জন্য মাইক্রোবাসের ভাড়া পড়বে ৩০০০-৩৫০০ টাকা। সিএনজি অটোরিকশার ভাড়া পড়বে ১০০০-১২০০ টাকা। যেকোন স্টান্ড থেকে রিজার্ভ করে যাওয়া যাবে।

 

টিপস এন্ড ট্রিকস

রাতের ট্রেনে যওনা দিলে সকাল থেকে ভ্রমন শুরু করতে পারবেন। বাস বা ট্রেন থেকে নেমে ফেরার টিকিট কেটে ফেলতে পারেন বা ট্রেন বা বাসের সিডিউল জেনে নিতে পারেন। সকালে জাফলং গেলে দুপুরের মধ্যে ফিরতে পারবেন। খাসিয়াপুঞ্জি যেকোন হোটলে দুপুরের খাবার খেয়ে অন্য গন্তব্যে রওনা দিবেন।খাসিয়াপুঞ্জি যেতে দেখবেন অনেক ভ্যানগাড়ী দারিয়ে আছে। এগুলাতে না গিয়ে মাত্র ৫ মিনিট হেটে খাসিয়াপুঞ্জির মধ্যে দিয়ে অপর পাশে খেয়া ঘাটে যেতে পারবেন।

উপরের তথ্য সম্পর্কে মতামত দিন, কোন তথ্য ভুল থাকলে ধরিয়ে দেওয়ার জন্য অগ্রিম ধন্যবাদ।
Language