রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড কক্সবাজার

মূল পাতা / দর্শনীয় স্থান / চট্টগ্রাম / কক্সবাজার / রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড কক্সবাজার

রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড কক্সবাজার

প্রকাশকালঃ October 26, 2020

কৃতজ্ঞতায়ঃ Shantosd

কক্সবাজারের রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড আন্তর্জাতিক মানের প্রথম ফিস একুরিয়াম। এটি কক্সবাজার জেলায় অবস্থিত। পর্যটন নগরী বলা হয় কক্সবাজারকে। আর এর সৌন্দর্য আরো বৃদ্ধি করতে তৈরি করা হয় শহরটির ঝাউতলায় এই ফিশ মিউজিয়াম। এখানে রয়েছে সাগর ও মিঠা পানির প্রায় 100 প্রজাতির মাছ। শুধু তাই নয় এতে রয়েছে আরও নানা ধরনের দেশি বিদেশি মাছ। বিরল প্রজাতির মাছ সেখানে সংগ্রহ করা হয়। এখানে রয়েছে হাঙ্গর, পিরানহা, শাপলা পাতা, পান পাতা, কাসিম, কাঁকড়া সামুদ্রিক শোল, সাগর কুচিয়া, জেলিফিশ, চেওয়া, পাঙ্গাশ সহ আরো ইত্যাদি নানা প্রজাতির মাছ ও জলজ প্রাণী।

তাছাড়া আপনি যদি কখনো কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমন করেন তাহলে অবশ্যই রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড এ যাবেন। কেননা সেখানে রংবেরঙের নানা প্রজাতির মাছ দেখতে পারবেন। মনে হবে যেন এখানে মাছের মেলা বইছে। এ মিউজিয়ামটি 100 কোটি টাকা ব্যয় করে তৈরি করা হয়েছে।

এখানে রয়েছে থ্রি নাইন ডি মুভি’ দেখার জন্য নান্দনিক স্পেস। এছাড়াও রয়েছে লাইফ ফিশ রেস্টুরেন্ট, দেশি-বিদেশি নানা প্রজাতির রংবেরঙের পাখি, শিশুদের খেলার জন্য জায়গা এবং ছবি তোলার জন্য আকর্ষণীয় ডিজিটাল কালার ল্যাব রয়েছে। মার্কেট করার জন্য রয়েছে সব ও ছাদে সুন্দর পরিবেশ উপভোগ করার পাশাপাশি বারবিকিউ করার আয়োজন করা আছে।

বারবিকিউ পার্টি দিয়ে বন্ধু-বান্ধবদের সাথে অনেক মজা করা যায়। পরিবার নিয়ে গেলে আরো ভালো হয়। তবে একা থাকলে এটার মজা পাওয়া যায় না।

ফিশ মিউজিয়ামটি সকাল 9 টা থেকে রাত 11 টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে।

ঢাকা থেকে দূরত্ব

ঢাকা থেকে রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড এর দূরত্ব 395 কিলোমিটার

যাতায়াত

রেডিয়েন্ট ফিস মিউজিয়ামে আপনি বাংলাদেশের যে প্রান্ত থেকেই যান না কেন অবশ্যই প্রথমে কক্সবাজার যেতে হবে।

ঢাকা থেকে সরাসরি কক্সবাজারের বাস সার্ভিস রয়েছে। বাস গুলোর নাম হচ্ছে হানিফ, শ্যামলী, সৌদিয়া, এস আলম , গ্রীন লাইন ইত্যাদি। বিভিন্ন বাস অনুযায়ী এর ভাড়া সাধারণত 800 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত হয়ে থাকে।

এছাড়া যে ভ্রমণের কক্সবাজার যাওয়া যায়। কমলাপুর রেলস্টেশন থেকে বা বিমানবন্দর রেল স্টেশন হতে সুবর্ণ এক্সপ্রেস, তূর্ণা নিশিতা, মহানগর প্রভাতী অথবা চট্টগ্রাম মেইল সরাসরি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছানো যাবে। তারপর চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকা থেকে ইউনিক অথবা এস আলম পরিবহন কক্সবাজার যাওয়া যাবে। এর জন্য বাস অনুযায়ী ভাড়া 280 টাকা থেকে 350 টাকা পর্যন্ত হয়।

যদি আপনার যাতায়াত খরচ এর বাজেট বেশি হয় তাহলে আপনি আকাশপথে ভ্রমণ করতে পারেন। এতে রয়েছে বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস-বাংলা ইত্যাদি। এফ ফ্লাইট গুলো সরাসরি ঢাকা থেকে কক্সবাজার চলে আসে। আকাশপথে ভ্রমণ করতে মোট 45 মিনিট থেকে 60 মিনিট পর্যন্ত সময় লাগে কক্সবাজার আসতে।

তারপর কক্সবাজার হতে ইজিবাইক অথবা সিএনজি দিয়ে ফিশ মিউজিয়াম যেতে হবে। ইজিবাইক রিজার্ভ নিলে বারা হয় 50 টাকা থেকে 70 টাকা। আর লোকাল ইজিবাইক নিয়ে চলে গেলে এর জন্য ভাড়া হবে 10 টাকা থেকে 15 টাকা পর্যন্ত। তবে ইজিবাইক রিজার্ভ নেওয়াটাই ভালো।

যানবাহনের সময়সূচি

বাস সার্ভিস গুলোর নাম হচ্ছে-

1. হানিফ

2. শ্যামলী

3. এস আলম

4. সোহাগ পরিবহন

5. গ্রীন লাইন

6. মর্ডান লাইন।

ট্রেন গুলোর নাম

1. তূর্ণা নিশিতা

2. সুবর্ণ এক্সপ্রেস

3. চট্টগ্রাম মেইল

বিমান ভ্রমণ

1. বাংলাদেশ এয়ারলাইন্স

2. ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বিশেষ খাবার

খাবারের জন্য কক্সবাজারের হোটেল ও রেষ্টুরেন্ট গুলোই ভাল হবে। এখানে শত শত হোটেল রেস্টুরেন্ট রয়েছে। মজার মজার খাবার ও সামুদ্রিক মাছের প্রায় পাওয়া যায়, যা খেতে খুব সুস্বাদু। এখানে ছোট-বড় অনেক ধরনের হোটেল রয়েছে। জনপ্রিয় কিছু রেস্টুরেন্টের নাম গুলো হচ্ছে রোদেলা, ঝাউবন, ধানসিঁড়ি, নিরিবিলি ইত্যাদি ।

হোটেল

  • সায়মন বিচ রিসোর্ট

  • লং বিচ

  • কক্স টুডে

  • বিচ ভিউ

  • সি ক্রাউন

  • সী প্যালেস

  • সিগাল

  • উর্মি গেস্ট হাউস

  • নীলিমা রিসোর্ট

  • কল্লোল

  • হানিমুন রিসোর্ট

  • ইকরা বিচ রিসোর্ট

সাবধানতা

1. হোটেল পূর্বে বুকিং করে নেওয়া ভালো।

2. জিনিসপত্র ও খাবার কেনার সময় দরদাম করে নিতে হবে।

3. কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমন করলে পানিতে নামলে সাবধানতা অবলম্বন করা।

 

ছবি

ভিডিও

খরচ পর্যালোচনা

রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড যাতায়াত খরচ – সর্বমোট 3000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত হয়।

হোটেল খরচ- 1500 টাকা থেকে 8000 টাকা পর্যন্ত হয়।

খাবার খরচ – প্রতিদিন খাবার খরচ সাধারণত 650 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত হয়।

এছাড়া অন্যান্য খরচ আছে। সময় বা সিজন অনুযায়ী এ খরচ কম বা বেশি হতে পারে। আর আপনার সুবিধা অনুযায়ী এ খরচ তারতম্য হবে।

 

টিপস এন্ড ট্রিকস

1. আর আরো বেশী সময় এবং বাজেট থাকলে সেন্টমার্টিন থেকে ঘুরে আসতে পারেন।

2. সামুদ্রিক মাছের ফ্রাই গুলো খেতে ভুলবেন না।

রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড মিউজিয়াম ভ্রমণ করলে অবশ্যই কক্সবাজার শহর ঘুরে আসবেন।

উপরের তথ্য সম্পর্কে মতামত দিন, কোন তথ্য ভুল থাকলে ধরিয়ে দেওয়ার জন্য অগ্রিম ধন্যবাদ।
Language