শর্ত সমূহ ও নিয়ম নীতি

বাংলাদেশের পর্যটন স্থান গুলোতে ঘুরতে যাওয়ারকে সহজ করে তুলতে আমরা শুরু করেছি গাইড ভাই ডট কম। আপনার মুল্যবান সময়ের কিছুটা ব্যয় করে আপনার নিজ এলাকার দর্শনীয় স্থানটি যোগ করে দিন হাজার পর্যটকদের জন্য। আমরা বিশ্বাস করি আপনাদের সাহায্যে আমরা দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা দর্শনীয় স্থানগুলো সম্পর্কে জানতে পারবো। হাজারো পর্যটকদের পদচারনায় মুখরিত হবে বাংলার ৫৬,৯৮০ বর্গ কিলোমিটার।

গাইড ভাই ওয়েব সাইট কে পরিচ্ছন্ন ও ব্যাবহার কারীদের কাছে সুন্দর করে তুলতে আমরা কিছু নিয়ম কানুন তৈরী করেছি। নিচে তা তুলে ধরা হলোঃ

ছবি

  • পোষ্ট করতে যে সকল ছবি ব্যবহার করবেন তা অবশ্যই কপিরাইট ফ্রি হতে হবে।
  • ছবির রেজুলেশান ভালো হতে হবে।
  • ফেসবুক থেকে কারো ছবি নিলে তার কাছে থেকে অনুমতি নিতে হবে।

লেখা

  • যতেষ্ট তথ্য পুর্ন হতে হবে। আমাদের লক্ষ আপনি যে স্থান যোগ করছেন সে স্থানে বেড়াতে গেলে আমাদের যা যা জানার দরকার হয় সব থাকে প্রোয়জনে আমাদের এই পোষ্ট ই দেখে ধরনা নিন –  মেঘের দেশ সাজেক ভ্যালি, রাঙ্গামাটি
  • আপনি বিভিন্ন সাইট থেকে ধরনা নিতে পারেন, তথ্য সংগ্রহ করতে পারেন তবে সরাসরি কপি করা যাবে না।
  • বাংলাদেশ সরকারের কপিরাইট আইন মেনে চলতে হবে।
  • ছোট বড় সকল দর্শনীয় স্থান যোগ করা যাবে তবে আগে থেকে যোগ করা আছে এমন জায়গা পুণরায় যোগ করা যাবে না। আপনার যদি মনে হয় আগের যোগ করা তথ্যে ভুল আছে বা কমতি আছে দয়া করে সেই স্থানের কমেন্ট বক্সে কমেন্ট করুন।

এই নিয়ম নীতি গুলো সবার সার্বিক নিরাপত্তা ও ভালো দিক বিবেচনা করে তৈরী করা। আশা করি এই নিয়ম কে সম্মান করে আমাদের সাহায্য করবেন।

সকল নিয়ম নীতি কতৃপক্ষ পরিবর্তনের ক্ষমতা রাখে।

ধন্যাবাদ ❤

Language