শ্রীমঙ্গল চা বাগান ভ্রমণ গাইড সিলেট

মূল পাতা / দর্শনীয় স্থান / সিলেট / মৌলভীবাজার / শ্রীমঙ্গল চা বাগান ভ্রমণ গাইড সিলেট

শ্রীমঙ্গল চা বাগান ভ্রমণ গাইড সিলেট

প্রকাশকালঃ October 23, 2020

কৃতজ্ঞতায়ঃ Shantosd

সিলেটের শ্রীমঙ্গল চা বাগান কে বাংলাদেশের চায়ের রাজধানী বলা হয়। সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে অবস্থিত এ চা বাগান। মৌলভীবাজার এলাকায় 92 টি চা বাগান রয়েছে। 450 বর্গ কিলোমিটার জুড়ে শ্রীমঙ্গলের চা বাগান বিস্তৃত। আর চা-বাগানের মনোরম দৃশ্য পর্যটকদেরকে আকৃষ্ট করে তুলে। নজরকাড়া সব মনমুগ্ধকর দৃশ্য দেখতে লোকজন ছুটে আসে চারদিক থেকে। মাইলের পর মাইল জুড়ে চা বাগান দেখে মনে হয় পাহাড়ের ঢালে সবুজ গালিচা।

শ্রীমঙ্গলে প্রবেশ করার সময় দেখা যাবে চা কন্যা ভাস্কর্য। যা আপনার মনটা প্রথমেই কেড়ে নেবে সে জায়গা। জেলা প্রশাসন ধারা এই ভাস্কর্যটি তৈরি করা হয়েছে। আর চা বাগান রয়েছে ইংরেজদের কিছু স্মৃতি। যাত্রাপথে ইংরেজ আমলের কিছু নিদর্শন দেখা যায়।

এলাকায় ঘুরতে আসলে সাধারণত মে থেকে অক্টোবর মাসে আসা ভালো। কেননা মে থেকে অক্টোবর মাসে পাতা সংগ্রহের কাজ চলে। আর তাছাড়া আপনার ইচ্ছামতো যেকোনো সময় ঘুরে যেতে পারেন।

চা বাগান ঘুরে দেখার পর আপনি মৌলভীবাজারের যেকোনো জায়গায় ঘুরে দেখতে পারেন। তবে সবচেয়ে মনমুগ্ধকর হচ্ছে শ্রীমঙ্গল উপজেলায়। এখানে উঁচু-নিচু পাহাড়ের ঢালে চা পাতার সৌন্দর্য আপনাকে চা পান করার মতোই সতেজ করে তুলবে। এর পাশেই রয়েছে চা গবেষণা ইনস্টিটিউট। এখানে তাদের নিজস্ব বাগান রয়েছে। কমলগঞ্জ হতে পাঁচ কিলোমিটার দূরত্বে রয়েছে পাহাড় ঘেরা চা-বাগানের মাঝখানে মাধবপুর লেক।

ঢাকা থেকে দূরত্ব

ঢাকা থেকে শ্রীমঙ্গল চা বাগান এর দূরত্ব 245 Km.

যাতায়াত

ঢাকা থেকে বাসে অথবা ট্রেনে সহজেই শ্রীমঙ্গল  যাওয়া যাবে। ট্রেনে ভালো কিছু সার্ভিস রয়েছে।
যেমন আন্তঃনগর ট্রেন পারাবত এক্সপ্রেস মঙ্গলবার সারা সপ্তাহে 6 দিন ঢাকা থেকে শ্রীমঙ্গলের উদ্দেশে ছেড়ে যায়।

প্রতিদিন দুপুর বারোটায় ছেড়ে যায় জয়ন্তিকা এক্সপ্রেস। কলনি এক্সপ্রেস বিকাল 3 টায় যাত্রা শুরু করে। এছাড়া আরো কিছু ট্রেন রয়েছে যেগুলো সাপ্তাহিক ছুটি বাদে প্রতিদিন ঢাকা থেকে শ্রীমঙ্গল এর উদ্দেশ্যে ছুটে যায়। ট্রেনের টিকেট শ্রেণীভেদে 185 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত হয়ে থাকে।

এছাড়া ঢাকা থেকে সরাসরি শ্রীমঙ্গলের বাস পাওয়া যায়। এগুলো বাস পাওয়া যায় সায়দাবাদ, মহাখালী, ফকিরাপুল থেকে। বাস গুলো হচ্ছে হানিফ, এনা, শ্যামলী ইত্যাদি।

শ্রীমঙ্গল থেকে  চা বাগান ভ্রমণের জন্য যে কোন গাড়ি ভাড়া করলে 300 টাকা থেকে 500 টাকা পর্যন্ত খরচ হবে। তাছাড়া সিএনজি ভাড়া করলে তা খরচ হবে 1200 থেকে 1500 টাকা পর্যন্ত।

যানবাহনের সময়সূচি

বাস গুলোর নাম হচ্ছে – হানিফ শ্যামলী এনা ইত্যাদি

ট্রেন গুলোর নাম হচ্ছে- আন্তঃনগর ট্রেন পারাবত এক্সপ্রেস।

ঢাকা কমলাপুর থেকে শ্রীমঙ্গল এর উদ্দেশ্যে ছাড়ার সময়- সকাল ছয়টা 40 মিনিট। মঙ্গলবার বন্ধ।

জয়ন্তিকা এক্সপ্রেস – ঢাকা কমলাপুর থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ছেড়ে যায় প্রতিদিন দুপুর 12 টায়।

কলনি এক্সপ্রেস-প্রতিদিন বিকাল তিনটায় যাত্রা শুরু করে ।

উপবন-বুধবার বাদ দিয়ে সপ্তাহে ছয়দিন রাত দশটায় সিলেটের উদ্দেশ্যে চলে যায়।

বিশেষ খাবার

আপনি সেখানে গিয়ে যে রিসোর্ট বা হোটেল উঠবেন, সেখানেই খেয়ে নিতে পারেন। এর আশেপাশে অনেক ছোট মাঝারি ধরনের রেস্টুরেন্ট আর ক্যাফে রয়েছে। ক্ষুধা লাগলে সেখানে খেয়ে নিতে পারেন। প্রতি জন খাবার 80 টাকা থেকে 150 টাকা পর্যন্ত হয়ে থাকে। এখানে গিয়ে বিভিন্ন রকমের চা অবশ্যই নিয়ে/খেয়ে আসবেন।

হোটেল

  • টি রিসোর্ট ও মিউজিয়াম
    01749 014 306

  • নভেম ইকো রিসোর্ট
    01709 18 2000

  • নিসর্গ ইকো কটেজ
    01766 5577 80

  • লেমন গার্ডেন রিসোর্ট
    0176 3555 000

  • শান্তিবাড়ি রিসোর্ট
    01716 189 288

সাবধানতা

1. একা একা কখনও চা বাগানের মাঝে ঘুরতে যাবেন না

2. সাথে অবশ্যই মোবাইল মোবাইল রাখতে হবে।

3. যেকোনো কিছু কিনতে বা ঘুরতে গেলে অবশ্যই দাম জিজ্ঞাসা করে নেবেন।

ভিডিও

খরচ পর্যালোচনা

যাতায়াত খরচ- বাসে যাওয়া আসা মোট খরচ হতে পারে 800 টাকা থেকে 1 হাজার টাকা পর্যন্ত।

একদিন থাকা খরচ তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হতে পারে।

খাবার খরচ প্রতিদিন 500 থেকে 600 টাকা পর্যন্ত হতে পারে।

তবে সিলেট চা বাগান ভ্রমণে আপনার খরচ এর থেকে কম বা বেশি হতে পারে। সেটা নির্ভর করবে আপনার যাতায়াতের মাধ্যম এবং হোটেল নির্বাচনের উপর।

টিপস এন্ড ট্রিকস

1. দলগতভাবে যাবেন খাতে খরচ কম হবে।

2. মনমুগ্ধকর দৃশ্য থেকে নিজেকে ক্যামেরাবন্দি করতে ভুলবেন না।

3. অবশ্যই রাতের আগে রিসোর্টে ফিরে যাবেন।

উপরের তথ্য সম্পর্কে মতামত দিন, কোন তথ্য ভুল থাকলে ধরিয়ে দেওয়ার জন্য অগ্রিম ধন্যবাদ।
Language