Dhaka শহরের প্রাণকেন্দ্র সংসদ ভবন সংলগ্ন ক্রিসেন্ট লেকের পাশে চন্দ্রিমা উদ্যান (Chandrima Uddan) অবস্থিত। চন্দ্রিমা উদ্যান নামকরণ নিয়ে ভিন্ন মত প্রচলিত আছে।
কেউ কেউ মনে করেন এখানে একটি বাড়ি ছিল, যার মালিকের নাম চন্দ্রিমা। আবার কারো মতে, অর্ধচন্দ্রাকৃতির ক্রিসেন্ট লেকের সাথে মিলিয়ে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ এটির নাম রাখেন চন্দ্রিমা উদ্যান।
১৯৮১ সালের পূর্বে শেরে বাংলা নগরের এই চন্দ্রিমা উদ্যান চাষাবাদ এবং গবাদিপশুর খামারের জন্য ব্যবহার করা হত। পরবর্তীতে ১৯৮১ সালে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এখানে সমাহিত করে এলাকাটিকে দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলা হয়।
বাংলাদেশের সরকার গঠনকারী দলের ক্ষমতার পালাবদলের সাথে সাথে এই উদ্যানের নামও বার বার চন্দ্রিমা উদ্যান থেকে জিয়া উদ্যান, আবার জিয়া উদ্যান থেকে চন্দ্রিমা উদ্যানে পরিবর্তন করা হয়েছে। বর্তমানে স্থানটি এই দুই নামেই সমানভাবে পরিচিতি লাভ করেছে।
ঢাকা থেকে দূরত্ব
৮.৫ কিলোমিটার
যাতায়াত
ঢাকা শহরের যেকোন স্থান থেকে সিএনজি, বাস, প্রাইভেটকার কিংবা মোটর রাইড সার্ভিসে করে শেরে বাংলা নগরের অবস্থিত চন্দ্রিমা উদ্যানে আসতে পারবেন।
যানবাহনের সময়সূচি
সব সময়
উপরের তথ্য সম্পর্কে মতামত দিন, কোন তথ্য ভুল থাকলে ধরিয়ে দেওয়ার জন্য অগ্রিম ধন্যবাদ।